স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করছে সব বাহিনী। তাই একটি সুন্দর পরিস্থিতি উপহার দেওয়া গেছে।
দুপুরে জামালপুরে রিক্রিয়েশন ক্লাব উদ্বোধনের পর এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন- দেশের উন্নয়নের মহাস্রোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকতো, পুলিশ- নিরাপত্তা বাহিনী তাদের কাজ না করলে থমকে যেতো সবকিছু। এটাই সারা বিশ্বের কথা। উন্নয়নে যেতে হলে নিরাপত্তায় সফল হতে হবে।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য ইঞ্জি: মো: মোজাফফর হোসেন, দুদক কমিশনার জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব ড. মো: জাফর উদ্দিন, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব মো: কামরুল হাসান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুসহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রিক্রিয়েশন ক্লাবের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।
সুস্থ সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন চর্চা বিকাশের মাধ্যমে একটি স্মার্ট নাগরিক সমাজ গঠনের লক্ষ্যে জামালপুর শহরতলীর পলাশগড়ে ৪ একর ৪৮ শতাংশ প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ