টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারের হামিদের বাড়ির সামনে থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। 
বৃহস্পতিবার(২ফেব্রুয়ারী) রাত চারটার দিকে আশ্রা বাজারের পাশে আঃ হামিদ, পিতা হজরত আলী এর বাসার সামনে অভিযান চালিয়ে মহিষমারা গ্রামের শেরপুরচালা এলাকার কামরুল হোসেনের ছেলে মাসুদ রানা(২৩) এবং শালিকা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহান হোসেন(২০)কে ১০পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।আসামীদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসি জানান। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু সহ আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ