মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিন দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি/২৩ইং) বিকেলে উপজেলার রাধানগর এলাকার চামুং রেস্টুরেন্টের আয়োজনে পিঠা উৎসবের উদ্ধোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ, স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান লিটন প্রমুখ। পিঠা উৎসবে হরেকরকমের পিঠাপুলি নিয়ে বিভিন্ন এলাকা থেকে উদ্যোক্তারা স্টল সাজিয়ে বসেছেন। পিঠা উৎসবের আয়োজক কমিটির সদস্য তাপস দাশ বলেন, বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি থেকে পিঠা উৎসব শুরু হয়েছে। আগামী শনিবার ৪ ফেব্রুয়ারি রাত পর্যন্ত এই উৎসব চলবে। ৩ ফেব্রুয়ারি শুক্রবার উৎসবে বাউল গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী উদ্যোক্তা সাবিহা আলম জানায়, এমন ব্যাতিক্রমি আয়োজনে অংশ নিতে পেরে তিনি বেশ প্রফুল্ল অনুভব করছেন। সেই সাথে বর্তমান প্রজন্মদের ফাস্টফুড'র কাছে বিলুপ্ত প্রায় বাঙালির ঐতিহ্য পিঠাপুলির প্রতি আগ্রহ তৈরি করবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ