বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলী অর্পন।মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিরুল ইসলাম।পরে বিদ্যালয়ের হলরুমে স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক সতীশ চন্দ্র বর্মন, আমিনুল ইসলাম, কমলেন্দু সরকার প্রমুখ।বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর  রাতে পাকিস্তানী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে। তাকে বিভিন্ন অপরাধে ফাসি দেওয়ার চক্রান্ত চলতে থাকে। ওই সময় দেশে চলে মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে আত্বসমর্পন করতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। এরই কয়েকদিনের মাথায় ৮ জানুয়ারী পাকিস্থান সরকার বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দেয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিমান বন্দরে অবতরন করেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ