ফরিদপুরের সদরপুরে সি.পি.এইচ.ডি গ্যালাক্সি কিন্ডারগার্টেন নামক একটি স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানাগেছে, স্কুলটি ২০০০ সাল থেকে এখন পর্যন্ত  সুনামের সাথে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করে আসছিল। হঠাৎ করে স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ কামাল মারা যাওয়ার কারনে বর্তমানে স্কুলটির দায়িত্বভার গ্রহন করেন তার স্ত্রী মাহফুজা আক্তার। স্কুলের দায়িত্বে থাকা মাহফুজা আক্তারের অসহায়ত্বের সুযোগ নিয়ে সুফিয়া বেগম এবং তার ছেলে শফিক স্কুলের জায়গা দখল করার উদ্দেশ্যে উক্ত স্কুল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে স্কুলটি তালা বন্ধ করে দেয়। স্কুলের মালামাল লুট করে নেয় এবং স্কুলটি সম্পূর্ণ উচ্ছেদ করে দেওয়ার লক্ষে চেষ্টা চালায়। এমনকি বিবাদীরা মাহফুজা আক্তারকে খুন ও জখমের হুমকি দেয়।
স্কুলটি রক্ষায় মাহফুজা বেগম বাদি হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেছেন। বর্তমানে স্কুলটি রাস্তার উপরে তাদের কার্যক্রম চালাচ্ছে। স্কুলটি পুনরায় চালু করতে কতৃপক্ষ এবং শিক্ষার্থীরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ