ফুটবল লীগের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা বিকেল পৌনে চারটায়, কিন্তু চারটা বেজে যায় খেলা শুরু হয়নি। কেনো? জানা গেলো শরীয়তপুর সদর উপজেলার, আটং পেইন্টার ফুটবল একাদশ দলটি এখনো মাঠে আসতে পারেনি,  যাক তারা আসলো তখন ৪.২০ মিনিট, এখন দুইদলের জার্সি  হয়ে গেছে এক রকম, কোনোদলই জার্সি পাল্টাতে রাজি নয় (জার্সির ডিজাইন ক্রোয়েশিয়ার)  চলছে কমিটির এই দল ঐ দলকে বোঝাবুঝি। এরই মধ্যে আটং মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের ফুটবল লীগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শরীয়তপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু, তার হস্তক্ষেপে দুই দলের সমঝোতার মাধ্যমে শুরু হলো খেলা। তখন বিকেল ৪.৪০ মিনিট খেলার সময় দেওয়া হলো ১৩ মিনিট করে ২৬ মিনিট খেলা চলছে ১-১ গোলে এরই মধ্যে মাগরিবের নামাজের আযান দিচ্ছে, আযান শেষে রেফারী লম্বা বাঁশির মাধ্যমে  ড্র'তে শেষ হয় ফাইনাল খেলার নির্ধারিত সময়। এখন সন্ধা চলছে  ট্রাইব্রেকার ৫-৫ শটের খেলা। দুই দলই ১-১ শট মিস করে ৪-৪ গোলে আবার ড্র এরপর ৩-৩ শট দেওয়া হয়, দুইদল দুই শট করে মারার পর আবার ঝামেলা ট্রাইব্রেকার শট করতে এসে গোল কিপারকে ধোঁকা দেওয়ার অভিযোগ বেঁকে বসে ধানুকা কলোনি মাঠ  ফুটবল একাদশ। তখন মাঠে অন্ধকার তাতে কি! ফুটবল লীগের ফাইনাল খেলা  বলে কথা, ঝামেলা যতই হোক বিজয়ী দল বের করতে হবে।

যাই হোক গোলকিপারকে ধোঁকা দেওয়া সেই গোল বহাল রেখে আবার  ফিরে এলো ট্রাইব্রেকার শটে। ধানুকা কলোনি মাঠ ফুটবল একাদশ শেষ শটে গোল করায় খেলা আবার ড্র…এখন  অন্ধকারে চারদিক ছেয়ে গেছে পুরস্কার বিতরনী  স্টেজে লাইট জ্বলছে, অতিথিবৃন্দ সেখানে বসে খেলা দেখছেন। তবে খেলা এখন আর মাঠে গড়ানো সম্ভবনা। দুই দলের কোনদলই ছাড় দেওয়ার পাত্র নয়! তাই খুঁজতে হবে সমাধানের পথ। প্রধান অতিথি সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, ফুটবল লীগ কমিটির সদস্য, টিম কমিটির সদস্য, স্থানীয় মুরুব্বীগণ, পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার আকতার হোসেনের মধ্যে আলাপ-আলোচনা শেষে সকল দর্শকের উপস্থিতিতে শরীয়তপুর সদর পৌরসভার ধানুকা কলোনি মাঠ ফুটবল একাদশ ও আটং পেইন্টার ফুটবল একাদশকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। খেলা চলাকালীন সময়ে দুই দলের দর্শকদের মাঝে মারমুখী ভাব দেখা গিয়েছে।খেলাটি ছিলো সোমবার ৫ ডিসেম্বর বিকেলে শরীয়তপুর সদর পৌরসভার ৬নং ওয়ার্ডের আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের  আয়োজন করেন আটং যুবসমাজ।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাকী বিল্লাহ, সার্বিক পরিচালনায় ছিলেন শহিদুল ইসলাম সাহিদ হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর মৃধা, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, এডভোকেট অমিত ঘটকসহ হাজারো দর্শক।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ