জামালপুরে বিনামূল্যে বীজ,সার বিতরন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটরিয়ামে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক,জাকিয়া সুলতানা ,সদর উপজেলা কৃষি অফিসর দিলরুকা ইয়াছমিন ,বাংলাদেশ কৃষকলীগ জামালপুর জেলা শাখার সভাপতি,মোঃ মোখলেছুর রহমান জিন্নাহ, প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিশ্বের মানুষ চিন্তিত আগামি বছরের দুর্ভিক্ষ নিয়ে। আগামি দিনে বাংলাদেশ যেন এই দুর্ভিক্ষকে কাটিয়ে উঠতে পারে তার জন্যই আজ এই কৃষক সমাবেশ। আপনাদের সচেতন করার জন্যই আজ সারা বাংলাদেশে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সচেতন হোন  বাড়ির কোনো জায়গা যেন পড়ে না থাকে। শাখ, সবজি, পিয়াজ, আলু যে যাই পারেন তাই চাষ করবেন।পরে প্রধান অতিথি ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা,গম,ভুট্ট্রা,মসুর,মুগ ও শীতকালীন পেয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষো প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ