কলেজ ছাত্র রোভারমেট বাইতুল্লাহ বীন বাঁধন উদ্যোগে ও কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালেয়ের স্কাউট ও স্বেচ্ছাসেবক দু'শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা দেন ওই বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও হোমিও চিকিৎসক আবু শাহীন মন্ডল। শিক্ষার্থীরা তাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে বিশ্ব রোড কোমরপুর চৌমাথা ওভার ব্রীজের দুপাশ এবং শহরের হাটখোলা রাস্তার বেশ কিছু অংশ ময়লা আবর্জনা পরিস্কার করেন।এছাড়া তারা কোমরপুর চৌমাথা ওভার ব্রীজের নিচে বিভিন্ন দোকান পাট,রিক্সা ভ্যান,ইজিবাইক,সিএনজি রেখে ও মাংসের দোকান,খড় এবং বিভিন্ন ব্যবসায়ীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে পথচারী ও যানবাহন পারাপারের ব্যঘাত সৃষ্টি করছে। তার যাতে এসব এখানে না রাখেন ও না করেন সেজন্য তাদের প্রাথমিকভাবে নিষেধ করা হয়। তাছাড়া ব্রীজের নিচেই লোকজন এখানে ১নং কাজ সেরে স্থান নোংরা ও দুর্গন্ধময় করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। আর ওইসব নোংরা স্থানগুলোতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থী ও স্কাউটরা ব্লিসিং পাউডার ছিটিয়ে দিয়ে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদের এ মহতী উদ্যোগকে আপামর জনসাধারন ভূয়সী প্রশংসা সহ সাধুবাদ জানিয়েছেন। জয় হোক মানবতার,জয় হোক সবার।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ