ঢাকা~রংপুর মহাসড়কের পাশে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন বিটিসি সংলগ্ন ১৫নং কাবিলপুর ইউনিয়নে চকশোলাগাড়ী গ্রামের আবাদী জমিতে অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটায় কাজ করা কালীন ৪জন শ্রমিক ও একজন ঘাস কাটা লোকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে বকুল মিয়ার (B E B) ইট ভাটায় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়বাসী জানায়,প্রতদিনের মতো ট্রাক্টরের ৪জন শ্রমিক আজও বকুলের ইট ভাটায় কাজ করছিল।সকাল হতে প্রচন্ড সূর্যের তাপ থাকলেও দুপুরের পর হতে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো এর মধ্যেও শ্রমিকগণ কাজ করছিলো এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিন জন ও হাসপাতালে নেয়ার পথে  ২ জন মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেন পীরগঞ্জ থানা পুলিশ ও সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুর রহমান সরকার,ইউপি আমিনুর রহমান ও আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন ডহ বজ্রপাতে নিহতদের তথ্য সংগ্রহ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন সহ সান্ত্বনা জানান। এ সময় ইট ভাটা মালিক বকুল নিহতদের বাড়ি এসে খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।বজ্রপাতে নিহতরা হলেন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের শিরুলের ছেলে সিয়াম (২০),আল আমিনের ছেলে শাহাদত(২২),আয়তালের ছেলে রাশেদুল (২৮), কবিলপুর সোনাতলা গ্রামের ষোলো ঘড়িয়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে আবদুল জলিল (৬৫) ও ৬নং ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২) । নিহত শ্রমিকদের মরদেহ পরিবারের স্বজনরা নিজ নিজ  বাড়ি নিয়ে এলে এক করুণ ও হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পাশাপাশি এ তিনটি গ্রামের ৫জনের অকাল মৃত্যুতে স্ব স্ব পরিবারের মাঝে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ