চিতলমারীতে জেলা পরিষদ সদস্য পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন টিটো সর্দার
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৩ নং চিতলমারী উপজেলা ওয়ার্ডের সদস্য পদে টিটো সর্দারকে আওয়ামী লীগের সমর্থন প্রদান করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ সদস্য পদে মনোনয়ন দাখিলের পূর্বে উপজেলা আওয়ামী লীগের কাছে দলীয় সমর্থন চান সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি টিটো সর্দার। এর প্রেক্ষিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে তাকে জেলা পরিষদ সদস্য পদে দলীয় সমর্থন প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাদশা মিয়া শেখ, আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাব, কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।