কুড়িগ্রামের উলিপুর  উপজেলার  ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে  চিলমারী টু রৌমারী করিডোরে সেতু নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রভাব নিরূপণ সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।।মঙ্গলবার সকাল ১১ টায় উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ফিরোজ কবির এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ৩ আসনের  সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।এ সময় বক্তব্য রাখেন সাবেক সহকারি সিনিয়র সচিব  ভৃমি মন্ত্রণালয়ের মোকছেদুর রহমান পাটোয়ারী,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাষ্টার প্লান নির্বাহী প্রকৌশলী ওয়াসীম আলী,ভারত থেকে আগত টিপসা প্রতিনিধি -কার্লোস পেরেজ মানানেট,নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর সুদেশ কাউল,পরিবেশবিদ ডক্টর সমর কুমার ব্যানার্জী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশিদ লাল,পৌর মেয়র মামুন সরকার মিঠু,ধরনী বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক,ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ আরো অনেকে।সভায় ব্রহ্মপুত্র নদের উপর সেতু  নির্মাণের সম্ভাব্যতা যাচায়ে নিয়োজিত উচ্চ পর্যায়ের দেশি ও বিদেশীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ টিমের উপস্থিতিতে সেতুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্টজন ও জনপ্রতিনিধিরা।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ