কুড়িগ্রামের উলিপুরে নিজের সন্তানকে হত্যা করে লাশ গুমের ঘটনায় ঘাতক মা মোছাঃ ফেরদৌসি বেগম(২৭)কে আটক করেছে পুলিশ।
গত ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামে ছেলে মোঃ ফরহাদ হোসেন(১০) বাড়িতে ফিরতে দেরি হওয়ায় ঘাতক মা ছেলেকে শাসন করতে গিয়ে আঘাত করে, এতে শিশুটি আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যুর কোলে টলে পড়ে। ঘাতক মা ফেরদৌসী বেগম ছেলের মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে লাশ গুম করার জন্য এ হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় ১০ সেপ্টেম্বর সকালে গ্রামের মোঃ আকবর আলীর জমির পশ্চিম প্বার্শে রাস্তা সংলগ্ন ধান ক্ষেতের ভিতরে ফরহাদ হোসেনের মৃতদেহ রেখে আসে। মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মৃত ফরহাদ হোসেনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন জানান, ছেলেকে হত্যায় ঘাতক মাকে আটক করা হয়েছে। সে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেছেন।
সোমবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ