চট্টগ্রামের রাউজান উপজেলায় সর্ত্তা খালে উজানে ভাসিয়ে অবৈধ কাঠ পাচার কালে ১০০ পিস গোল কাঠ জব্দ ও ১০ হাজার টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ১১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ছয়টায় নয়াহাট এলাকার আকবর শাহ ব্রীজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার। রাউজান ঢালার মূখ বন বিট ষ্টেশন কর্মকর্তা আইয়ুব আলী মন্ডল ও রাউজান থানা পুলিশ-আনসারের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে দেখা যায়, বাশেঁর চালায় সারি সারি গোল কাঠ বসিয়ে সর্ত্তার খাল দিয়ে নোয়াজিশপুর ইউনিয়নের উপর দিয়ে পাচার কালে নির্বাহী অফিসারের দৃষ্টিঘোচর হলে তাৎক্ষণিক অভিযানে নামেন তিনি। অভিযানে ৪০ পিস গোল সেগুন কাঠ ও ৬০ পিস গোল গামারী কাঠসহ দুই ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমান আদায়ের মাধ্যমে মুক্তি ও দুই প্রজাতির এক’শ পিস কাঠ জব্দ করেন। অভিযান পরিচালনাকালে প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার ও গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশিঁ উপস্থিত ছিলেন। জানা যায়, দীর্ঘদিন ধরে জলপথে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পাবর্ত্য জেলা হতে সর্ত্তাখাল দিয়ে কাঠ পাচার করে আসছে একটি চোরাই সেন্ডিকেট। পাচারকারীরা সর্ত্তাখালকে নিরাপদ পাচার রোড হিসাবে ব্যবহার করে আসছিল। এ অভিযানের মাধ্যমে পাচারকারীদের মধ্যে আতংক বিরাজ করছিল। অভিযান প্রসঙ্গে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার জানান, জলপথে অবৈধ ভাবে কাঠ পাচার কালে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১০ হাজার টাকা জরিমানা ও কাঠগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠ বন কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ