সৌদি আরবের কিং সালমান মানবিক সহায়তা কেন্দ্রের উদ্যোগে শুক্রবার জয়পুরহাটের মক্কা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দাতা সংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।চক্ষু শিবিরে প্রায় ২ হাজার সাধারন রোগীদের চক্ষু চিকিৎসা এবং সানি রোগিদের অপারেশন শুরু হয়েছে। চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. আহমেদ তাহির হামিদ আলীর নেতৃত্বে এবং মক্কা চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষাক (অব:) আবু বকর সিদ্দিক এর সার্বিক ব্যবস্থাপনায় ১৭ জন বিশেজ্ঞ চিকিৎসক সহ ৮০ সদস্যের মেডিকেল টিম চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। এর আওতায় জয়পুরহাট- নওগাঁ জেলার প্রায় ৫ হাজার চক্ষু রোগীর সাধারন চক্ষু চিকিৎসা সেবা ও ৫শ’ শতাধিক ছানী রোগী জয়পুরহাট মক্কা চক্ষু হাসপাতালে অপারেশন সহ বিনামূল্যে চশমা, থাকা- খাওয়া ও ঔষধ প্রদান করা এবং দুইটি ফলোআপ দেয়া হবে বলে জানান টিম লিডার ডা. সালমান আহমেদ।তিনি আরো জানান, মেডিকেল টিমটি সারদেশে এ পর্যন্ত বিভিন্ন জেলায় সম্পূর্ন বিনামূল্যে ৮২টি চক্ষু ক্যাম্প সম্পন্ন করেছে।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ