গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) বিকেলে কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বসে কান্দি ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০ জন নারীর মাঝে ২০টি সেলাই মেশিন ও ২০জন শিক্ষার্থীর মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন। 
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ ডিস্ট্রিক ফ্যাসিলেটর মোঃ রুকুনুজ্জামান, কান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিদ্ধার্থ বাড়ৈসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থী দিপ্তী মন্ডল ও তনু সমাদ্দার আনন্দ প্রকাশ করে বলেন, আগে আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে ও যেতে প্রায় ২ঘন্টা সময় লাগতো। এখন আমরা এই বাইসাইকেলে চড়ে ৩০ মিনিটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। আমাদের অতিরিক্ত এই সময়টা এখন আমরা লেখা পড়ার কাজে ব্যয় করবো। 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ