চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠানে সভাপতির শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সেফাউল মূলক বলছেন কানসাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কোন ধরনের ধুমপান করা যাবে না। বাইরের মানুষ ধুমপান করতে উদ্যত হলে তাকে বাইরে গিয়ে ধুমপান করে আসার পরামর্শ দিবেন। মাদক বন্দ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
কনসার্ট ইউনিয়নের দায়িত্বভার নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান সেফাউল মুলক। বৃহস্পতিবার (২৮জুলাই) সকালে ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য সহ ১২ জন ওয়ার্ড সদস্যদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৬ নং কানসাট ইউনিয়নবাসির সেবা করার দায়িত্ব গ্রহণ কালে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সেফাউল মূলক জনগণের সহযোগিতা, পরামর্শ চেয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা প্রতিটি নাগরিকের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন। জনগণকে কোন ধরনের হয়রানি করা হবে না বলে জানান তাঁরা।এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক খাইরুল আলম চৌধুরী, আনোয়ার হোসেন, নব নির্বাচিত ইউপি সদস্য আহসান হাবীব, মোঃ সাইদুর রহমান মিন্টু, সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কালাম প্রমুখ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ