"নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডাসারের কাজী বাকাই ইউনিয়নে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উৎযাপন উপলক্ষে প্রান্তিক পর্যায়ে মৎসচাষী ও মৎসজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকাল আনুমানিক ৪.৩০ টার দিকে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পাওয়ার হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ডাসার উপজেলার প্রধান অতিথি ইউএনও'র উপস্থিতিতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দ্বীপন মজুমদার।মৎসচাষী ও মৎসজীবীদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী মৎস অফিসার প্রণব কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, কাজী বাকাই ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার ও মৎষচাষী বিভিন্ন সংগঠনের নেতা সহ ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম এবং ডাসার প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ কাজীবাকাই ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন মৎসচাষী এবং মৎসজীবীরা। ইউএনও তার বক্তব্যে বলেন মাছ ও মুরগীর ফার্ম একই স্থানে করা যাবে না কারন এই মুরগীর বিষ্ঠা মানুষের শরীরের জন্য ক্ষতিকর এতে মানুষের বিভিন্ন অঙ্গে ক্যান্সার সহ বিভিন্ন রোগ ব্যাধি হয়। সাধারণ জনগন যাতে বিষমুক্ত খাবার পেতে পারে তার সূচনা এই ডাসার উপজেলা থেকেই শরু হোক এই আশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।এ সময় প্রান্তিক চাষীরা অভিযোগ করে বলেন আমাগো আর মৎষচাষ ও খামার করা সম্ভব না খাওনের যে দাম বাড়ছে তাতে আমরা এহন নিশ্ব হইয়া যাইতাছি। তারা সরকারের কাছে দাবি জানান সরকার যাতে মাছের ও মুরগির খাবারের দাম সহনীয় পর্যায়ে রাখে এবং গরীব চাষীদের রক্ষা করে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ