মাদারীপুরের ডাসারে নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীনের সাথে ডাসার প্রেসক্লাবের সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আজ সোমবার সকাল ৯ টার দিকে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার তুহিন, যুগ্ম-সাধরণ সম্পাদক শরীফ শাওন, সহ-সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার, প্রচার সম্পাদক সৈয়দ সোহেল, সহ-প্রচার সম্পাদক সাকিব হাওলাদার, কার্যকরী সদস্য রফিকুল সরদার, শরীফ আশিক।এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, ডাসার উপজেলা নতুন, আমিও এখানে নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পনস্বরুপ। ডাসার একটি আদর্শ এলাকা। এই এলাকার অনেক সুনাম রয়েছে। আমি শুনেছি ২০১৬ সাল থেকে ডাসারে একটি প্রেসক্লাব কার্যক্রম চালিয়ে আসছেন। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ডাসার উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় সভা শেষে ডাসার প্রেসক্লাবের পক্ষ থেকে সারমীন ইয়াছমীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ