হাফেজ রায়হান মিয়া (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী সহপাঠিদের সাথে বিলে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ২৪ ঘন্টা পর ওই হাফেজের লাশ উদ্ধার করা হয়েছে। সে ভৈরব উপজেলার মৌটপী মনহরপুর এলাকার মো.মাসুদ মিয়ার ছেলে। সে ভৈরব শহরের একটি প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। শনিবার(৯ জুলাই)সকাল এগারোটার দিকে ভৈরব উপজেলার মৌটুপী গ্রামের মনহরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ।স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে মৌটুপীর নিজ বসত বাড়ির পিছনের দিকে বর্ষার বিলের পানিতে সহপাঠিদের সাথে গোসল করতে নামে। পরে সাতাঁর কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। মাদ্রাসা শিক্ষার্থী তলিয়ে যাবার খবর পেয়ে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ ৬ ঘন্টা খোঁজাখুজি করেও সন্ধান করতে পারেনি। পরর্বতী নিখোঁজের পর দিন শনিবার সকাল ১০ টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় কয়েক ঘন্টা খোঁজাখুজির পর বিলের পানি থেকে উদ্ধার করে।

 নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই আব্দুর রহমান জানান, কোরবানীর ঈদের ছুটিতে দাদার বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে আসেন ছোট ভাই রায়হান। শুক্রবার দুপুরের দিকে বসত বাড়ির পিছনেরর দিকে বর্ষার পানিতে সহপাঠিদের সাথে গোসল করতে যায়। এর কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ ছিলো। নিখোঁজের ২৪ ঘন্টা পর স্থানীয়দের জেলের সহযোগিতায় মরদেহ খুজে পাওয়া যায়।এ বিষয়ে ভৈরব বাজার নদী ফায়ার স্টেশনের ইনচার্জ আজিজুল হক রাজন বলেন, ঘটনার দিনই খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌচ্ছে ৬ ঘন্টা খোঁজাখুজি করে বিলের পানিতে মরদেহ খোঁজে পায়নি। পরে  আজ শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয়রা জাল ফেলে বিলের পানি থেকে মরদেহ উদ্ধার করে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ