কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলনগড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী শির্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা খানম,মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, ভৈরব থানার অফিসার ইর্নাচাজ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ( পিপিএম), প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ।এ সময় অতিথিরা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। আজকে তৃণমূল থেকে সমাজের উচ্চ পর্যায়ের প্রতিটি ঘরে ঘরে মাদক পৌছে গেছে। তাই মাদক নির্মূলে প্রতিটি পাড়া মহল্লায়,গ্রামে গ্রামে জনসচেতনতা তৈরী করতে হবে এবং প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে মাদক ব্যবসায়ীদের  চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ