ফরিদপুরের নগরকান্দা তিন মন ওজনের পুরোনো একটি কষ্টি পাথরের বিঞ্চু মূর্তি উদ্ধার করেছে থানা-পুলিশ। উপজেলার ডাংগী ইউনিয়নের আটাইল গ্রাম থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।জানা যায়, জহুরুল হকের পুরোনো পুকুর পুনঃখনন কাজ চলছিল। ভেকু মেশিন দিয়ে খননের একপর্যায়ে মাটির সঙ্গে মূর্তিটি উঠে আসে। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।স্থানীয়রা ধারনা করছে পূর্বে এই এলাকায় প্রাচীন জমিদারদের বসবাস ছিলো। তাই এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে।এ খবর প্রচার হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজাঅর্চনা শুরু করে এবং উদ্ধার হওয়া প্রায় ৪ মন ওজনের মূল্যবান প্রাচীন মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে শত শত লোকের সমাগম ঘটে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ