যশোর মণিরামপুর উপজেলা চালুয়াহাটী ইউনিয়নের মুবারক পুর গ্রামের নতুন রাস্তায় নিন্মমানের ইটের খোয়া দিয়ে রাস্তা প্রস্তুত করার অভিযোগ উঠেছে। বিষয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে আসলে মণিরামপুর উপজেলা ইন্জিনিয়ার বিদ্যুৎ কুমার দাস রাস্তা পরিদর্শনের জন্য এস ও শাহা আলম কে সরজমিনে পাঠায়,তিনি রাস্তার নিন্মমানের ইটের খোয়া উঠিয়ে সংস্কারের নির্দেশ দেন। নিন্মমানের ইটের খোয়া দারা রাস্তা প্রস্তুত করা জাইগা গুলি চিহ্নিত করে দিয়ে আসেন।কিন্তু সেই দিনেই নিন্মমানের ইটের খোয়া না উঠিয়ে রুলার করে বালি দিয়ে ঢেকে দেওয়া হয়।এ বিষায়ে যশোর নির্বাহী প্রকৌশলী এ,কে,এম আনিছুজ্জামান ফোন করলে ফোনে বলেন আমি বিষায়টা মাত্র শুনছি, তিনি বলেন জদি নিন্মমানের ইটের খোয়া দেওয়া হয় আমরা সে গুলিকে উঠিয়ে নিতে বলবো।এবং রাস্তার যে জায়গাগুলিতে নিন্মমানের ইটের খোয়া দেওয়া হয়েছে সেই জায়গা গুলি খোয়া টেস্টে পাঠানো হবে।কিন্তু এলাকা বাসি বলেন ঠিকাদার চেয়ারম্যানের ছেলে হওয়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিন্মমানের ইটের খোয়া ব্যাবহার করছে।এবং এই নিন্মমানের ইটের খোয়া ইন্জিনিয়ার বা জতোই বড়ো কর্মকর্তা আসুক না কেনো সবাই চেপে যাবে।এলাকা বাসি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সমগ্র বাংলাদেশ ব্যাপি।কিন্তু এসব অসৎ ঠিকাদার ও কর্মকর্তা দের গাফিলতির কারনে নিন্মমানের কাজ হয়,দু দিন পরেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ