গাজীপুরে অবৈধ মদ উৎপাদন ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায়, ৪ জনকে রিক্সা উপহার দিল পুলিশ
গাজীপুরে অবৈধ মদ উৎপাদন ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়ায়, ৪ জনকে রিক্সা উপহার প্রদান করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই গ্রামের আরও ৭০টি পরিবারের সদস্যরা চোলাই মদ তৈরি করবে না বলে অঙ্গীকার করেছে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সদর থানায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ঐ চার পরিবারে মাঝে রিক্সা হস্তান্তর করা হয়। তারা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের হাতিয়াবর বনগ্রাম এর চন্দ্র মোহনের ছেলে সুশীল বর্মণ (৩৫), ধীরেন্দ্র বর্মনের ছেলে দুর্জয় বর্মণ (২২), দেবেন্দ্র বর্মণের ছেলে মঙ্গল বর্মণ (৪৫) এবং হীরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে বিশ্বনাথ চন্দ্র বর্মণ (৪৮)। গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, বনগ্রামের প্রায় ৭০ টি পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ তৈরি ও বিক্রিয় করে আসছে, পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামা ধ্বংস করলেও নির্মূল করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেনের কাছে ওই গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ আত্মসমর্পণ করে এবং অবৈধ মদ তৈরি ও ব্যবসা আর করবে না বলে অঙ্গীকার করেন। স্বাভাবিক ভাবে জীবন-যাপনে ফিরে আসায় ওই গ্রামের ৪ পরিবার কে ৪টি রিক্সা উপহার দেওয়া হয়। এসময় ঐ চার ব্যক্তি জানান, আর কোনদিন তারা মদ তৈরি এবং ক্রয় বিক্রয় করবেন না। এ সময় তারা গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ কে ধন্যবাদ জানান।এই সময় অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু লাইচ ইলিয়াস মো: জিকু, সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।